BCS Our Goal

বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

University Notes: Job solution PDF Download

By on ৯:২৫ PM
University Notes: Job solution PDF Download: This is the job solution by proffesor publications. This is laitest edition. New edition will be published after release. You can downlo...

University Notes: Public university Official Website in Bangladesh

By on ৯:২১ PM
University Notes: Public university Official Website in Bangladesh: Public University Website List Bangladesh Agricultural University Bangladesh Open University (BOU) Bangabandhu Sheikh Mujibur ...

মুক্তিযুদ্ধ কোষ (সকল খণ্ড) - মুনতাসীর মামুন সম্পাদিত pdf..

By on ৩:১৯ AM
University Notes: Muktijuddho Kosh PDF Download free by Muntasir Mam...: Bangladesh Genocide Archive | Books, Journals & Articles Univnotes.com Muktijuddho Kosh মুক্তিযুদ্ধ কোষ (সকল খণ্ড) - মুনতাসী...

বুধবার, ২ নভেম্বর, ২০১৬

University Notes: Tips for BCS Viva

By on ৬:১৩ AM
University Notes: Tips for BCS Viva: univnotes.com 1. It is true that the major part of your exam is over. Out of 1100, you have completed 900 marks the moment you saw your...

চাকুরীর পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ের প্রস্তুতি

By on ৬:১০ AM
অভিজিৎ বসাক
৩৩ তম বিসিএস সম্মিলিত মেধায় ৫ম, প্রশাসনে ১ম

বর্তমান সময়ে যদি বলা হয় চাকুরির পরীক্ষায় আপনার সবচেয়ে বড় বাঁধা কি, হয়ত চোখ বন্ধ করে অনেকেই বলবেন ইংরেজি। অনেকের কাছেই এটি একটি ভীতিকর বিষয় যদিওবা আমরা ১৬ বছর কমপক্ষে ইংরেজি পড়েছি। আমি সরাসরি কথায় চলে যাচ্ছি, স্বল্প সময়ে উন্নতি করবেন কিভাবে, এই চিন্তা আগে মাথা থেকে দূর করেন, এরপর আমার এই পোস্টটা কষ্ট করে পড়তে পারেন,হয়তোবা কাজে লাগলেও লাগতে পারে।
এবার কাজের কথায় আসি.....
যুগের সাথে তাল মিলিয়ে চলাটা একটা ফ্যাশন বটে। আর এতে যদি ইংরেজীকে যোগ করা যায়, দেখবেন, চারপাশের অনেক কিছুই বদলে যাচ্ছে। প্রথমে আপনাকে একটি মোবাইল (smartphone) ফোনের মালিক হতেই হবে। ইংরেজি একটি ভাষা কেবল, মুখস্ত করার কিছুই নেই। এখন কিন্তু বিভিন্ন জায়গাতেই wi fi থাকে যা আপনি চাইলেই ব্যবহার করতে পারেন বা ইন্টারনেট connection নিতে পারেন। প্রথমে youtube এ একটি account খুলে নিন। এরপর offline এ দেখা যাবে এমন সব ভিডিও নামিয়ে রাখবেন। বেশিরভাগ শিক্ষামুলক ভিডিও offline এ দেখা যায়। যত পারেন, spoken English video, interview, math, etc যা পারেন নামিয়ে নিন। এরপর আপনার কাজ হল বাসে বসে যে সময়টা হয়ত ফেসবুক ব্যবহার করছেন, সে সময়টা ভিডিও দেখে ও কানে headphone লাগিয়ে শুনতে শুনতে পার করতে শুরু করেন। এছাড়া এই কাজটা কঠিন হলে আপনি বিভিন্ন website থেকে audio ফাইল নামাতে পারেন, লিসেনিং এর জন্য।
তেমন একটি সাইট হল http://www.esl-lab.com/?no_redirect=true
সারাজীবন কাজে লাগবে আপনার যদি ব্যবহার করতে পারেন।
এবার আমরা আসি, স্পিকিং এ। এই এই সেকশনে সবার অনেক সমস্যা থাকে, এমনকি অনেক ভালো ইংরেজি জানা ব্যক্তিও এই সেকশনে অনেক সময় খারাপ করে ফেলেন। আপনি যে লিসেনিং করছেন, চেষ্টা করেন নিজের মত করে বলতে, হোঁচট খাবেন, doesn't matter,এই মতবাদ এ বিশ্বাস রাখুন। চাইলে একটা গ্রুপ করে নিতে পারেন, যাদের সাথে নিয়মিত ইংরেজিতে কথা বলবেন। কাউকে না পেলে নিজে নিজেই কাজ চালিয়ে যাবেন আয়নার সামনে। প্রতিকূল পরিবেশকে খুব একটা কেয়ার করবেন না। দুই রকমের মানুষ আছে, এক শ্রেনী বাঁধা আসলে হাল ছেড়ে দেয়, আরেক শ্রেণী কষ্ট করে হলেও সেইটা achieve করেন। এভাবে practice করতে পারলে এক সময় খুব সহজে English talk বুঝতে পারবেন এবং নিজেও কথা বলতে পারবেন সহজে। তাই, introduce yourself এই প্রশ্নের উত্তর এখন আর মুখস্ত করে দিতে হবে না,নিজে থেকে সুন্দর করে গুছিয়ে দিতে পারবেন।
Summary writing এর ক্ষেত্রে পুরো লেখাটা ছোট ছোট করে ভাগ করে ফেলতে হবে।এরপর ওই ছোট ছোট অংশগুলোকে অনুবাদ করে প্রতিটি অংশের একটা করে summary করার চেষ্টা করুন ও খাতায় লিখে ফেলুন সংক্ষেপে। এরপর সবগুলো ভাগের summary পর্যালোচনা করলে আপনি পুরো গল্পের summary কি হবে,তার একটা ধারণা পাবেন যা আপনাকে পুরো গল্পের summary লিখতে অনেক সাহায্য করবে।
English Writing এর ক্ষেত্রে আপনাকে নিয়মিত চর্চা করতে হবে।প্রতিদিন আমরা অনেক কাজ করি বা অনেক ঘটনা দেখি যা আমরা একটু করে লিখতে পারি English এ ।ঘটনার ধারাবাহিকতা ঠিক রেখে আমরা যেন লিখতে পারি সেইটা খেয়াল রাখতে হবে।প্রথমদিকে ভুল হবে কিন্তু চর্চা করতে থাকলে এক সময় ঠিক হয়ে যাবে। English Writing চর্চা paragraph বা eassy লেখার ক্ষেত্রে অনেক সাহায্য করবে।
English to Bengali and Bengali to English অনুবাদ করার ক্ষেত্রে প্রতিটা sentence বুঝে ফেলা অনেক গুরুত্বপূর্ণ বিষয় । এক্ষেত্রেও পুরো লেখাটা ছোট ছোট করে ভাগ করে ফেলতে হবে।এরপর ওই ছোট ছোট অংশগুলোকে অনুবাদ করতে থাকলে সহজে ও কম সময়ে পুরো অনুবাদ করে ফেলা যাবে। English to Bengali and Bengali to English অনুবাদ করার ক্ষেত্রে vocabulary অনেক গুরুত্বপূর্ণ বিষয়।এবার আসি vocabulary নিয়ে।এটা নিয়ে কিছুদিন আগেই লিখেছিলাম।আবারও ওই অংশটুকু repeat করছি। বিসিএসের জন্য প্রিলিতে বা লিখিত পরীক্ষায় খুব কঠিন vocabulary লাগে না। নিয়মিত পত্রিকা আর word smart বইটা দেখে নিলেই হবে। তবে আমি গতানুগতিক ভাবে গাধারখাটুনি খেটে vocabulary শেখার পক্ষপাতী নই। mnemonic style টা আমার কাছে খুব ভাল লাগে। যেমন ধরুন, আপনি মুখস্ত করছেন Rowdy এর অর্থ কি? এর অর্থ যত বার পড়েন কিন্তু আপনি হয়ত ভুলে যান। তাই না। কিন্তু আপনি যদি একবার অক্ষয় কুমারের রাওডি(rowdy) রাঠোর মুভি দেখে থাকেন, তাহলে বুঝবেন কি পরিমান হইচই পূর্ণ মুভি এটা। আর rowdy মানে কিন্তু এটাই। noisy বা হইচই পূর্ণ ।আবার, boor শব্দের অর্থ rude.আমরা নাক বড় শব্দটা প্রায় ব্যবহার করি।এই শব্দ ব্যবহার করি বড়াই বা ওদ্ধত ভাব বোঝাতে। নাক বড় আর boor word টা খুব পাশাপাশি ।তেমনি welter word টা আমরা ক্যারাম খেলাতে প্রায় ব্যবহার করি। অন্য পক্ষের গুটিকে সরিয়ে নিজের গুটিকে এগিয়ে নিয়ে যাওয়াকে আমরা ক্যারাম খেলায় welter বলি। এই প্রক্রিয়া হল বিশৃঙ্খলা বা গুটি এলোমেলো করে দেয়া। welter মানে হল a large number of items in no order; a confused mass বা এলোমেলো বা বিশৃঙ্খলা । এভাবে পড়লে আর ভোলা সম্ভব না। তবে আর একটা ব্যাপার, English daily must পড়তে হবে। এই reading habit টা আপনার ইংরেজি vocabulary, preposition, speaking and writing skill বাড়াতে অনেক বেশি সাহায্য করবে ।যা হোক, অনুবাদের ক্ষেত্রে পুরো বাক্যটিকে ছোট অংশে বিভক্ত করে অনুবাদ করতে চেষ্টা করুন। এতে ভুল হবার সম্ভবনা কমে যায়।কেননা অনেক সময় এত বড় বাক্য আসে যেটাকে একেবারে অনুবাদ করতে গেলে ভুল হবার সম্ভবনা থাকে। প্রচুর চর্চা ও এই ছোট খাটো technique গুলো English to Bengali and Bengali to English অনুবাদ অংশে আপনার সাফল্য বাড়াতে সাহায্য করবে।
এবার আসি গ্রামার সেকশনে, বিসিএস,ব্যাংক বা অন্যান্য চাকুরির পরীক্ষার গ্রামার পার্ট যদিও দেখতে বড়, কিন্তু ব্যাপার হল আপনি চাইলেই এটাকে ছোট বানাতে পারেন, যেমন ধরুন একটি শব্দ দিয়ে বলা আছে, এটির noun কি? মজার বিষয় হল আপনি অনেক বেশি শিখলেও কমন নাও পেতে পারেন, কিন্তু যেগুলো ব্যতিক্রম, সেগুলো যদি বুঝে মুখস্ত করতে পারেন তাহলে খুব সহজেই কমন পাবেন। গ্রামারের জন্য এখন পর্যন্ত যতগুলি বই দেখেছি, বিসিএস এর গ্রামার, PC Das এর বইটি আমার কাছে ভালো লেগেছে, এক বইয়ের মধ্যে এত সুন্দর উপস্থাপন খুব কম দেখা যায়। এছাড়া যারা একটু advance লেভেল এ কাজ করবেন তাদের জন্য কাজে লাগবে ultimate GMAT grammar বইটি। হাতে নিলেই দেখবেন, অনেক প্রশ্ন এখান থেকে এসেছে বিভিন্ন এক্সামে। তবে ইংরেজি সাহিত্যের জন্য আমার মতে সব চেয়ে ভাল উপায় হল ইন্টারনেট ভিত্তিক study. সরাসরি Google কে জিজ্ঞেস করে করে পড়বেন, একেবারে correct উত্তর পাবেন, বাজারের বইয়ে অনেক সময় ভুল পাওয়া যায়।তবে যেকোনো একটি ইংরেজি সাহিত্যের গাইড বই প্রস্তুতির জন্য রাখতে পারেন।ইংরেজিতে যারা প্রিলিতে ভাল প্রস্তুতি নেবেন, তাদের রিটেন এর প্রস্তুতি অনেকটা পূরণ হয়ে যাবে। রিটেন পরীক্ষায় গিয়ে অনেকেই বলে থাকেন যে প্রশ্ন তো কমন পরে না। ভাই, কমন পরতে হবে কে বলল, কমন বানাবেন! ধরেন, পড়ে গেলেন রামপালের ঘটনা এবং অন্যান্য বিষয়ের economic issue, কিন্তু এক্সামে আসল বাংলাদেশের economy. উত্তর দেয়ার সময় এমন ভাবে লিখবেন যেন পড়া economic বিষয়গুলো কথা এমনি চলে আসে। তবে হ্যাঁ,যেকোনো লেখায় রেফারেন্স ব্যবহার is a kind of must. উলটাপালটা রেফারেন্স দেবেন না। যা দেবেন, নিখাদ দেবেন। উত্তর দেয়ার সময় খেয়াল রাখবেন কিছু গ্রাফ, পাই চার্ট, টেবিল আকারে তথ্য উপস্থাপন করা যায় কিনা। এটা অনেক কাজ লাগবে। পাশাপাশি sentence এ ভেরিয়েশন আনবেন। মূলত আপনার কাছে চাওয়া হবে একটা প্রেসেন্টেশন, সো make it standard. ঘড়ি ধরের লেখার চেষ্টা করা অনেক কাজে আসে। তবে প্রথম দিকে সফল না হলে চিন্তা করার কিছু নেই, আস্তে আস্তে হবেন।ভাল করে প্রস্তুতি নিতে শুরু করুন,দেখবেন এক সময় সবকিছু আপনার আয়ত্তের মধ্যে এসে গেছে। দিন শেষে একটি কথা মাথায় রাখবেন, বিসিএস বা অন্যান্য চাকুরীর পরীক্ষা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। টার্গেট ঠিক রাখতে হলে এক চোখ বন্ধ রাখতে হয়, বাকি সব কিছু ভুলে যাওয়ার জন্য বা না দেখার জন্য, বাকি এক চোখ দিয়ে বন্দুকের নলের সামনে দুইটি বিন্দুকে এক লাইনে রাখতে হয় সফলতা যাওয়া যায়।
সফলতা কখনও আপনাআপনি চলে আসে না। একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সফলতা অর্জন করে নিতে হয়।
"Success is just a war of attrition. Sure, there's an element of talent you should probably possess. But if you just stick around long enough, eventually something is going to happen." Dax Shepard
সবার জন্য শুভকামনা।

University Notes: Common BCS Viva Question

By on ৬:০২ AM
University Notes: Common BCS Viva Question: BCS tips Describe yoursel f (How to start the description, what things to say, meaning of one’s name in English, famous personalit...